ঢালিউড সুপারস্টার শাকিব খান ও জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসের ছেলে আব্রাহাম খান জয়ের জন্মদিন আজ। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতায় জন্ম নেন শাকিব-অপুর পুত্র। বিষয়টি প্রথমে গোপন থাকলেও পরের বছরই ছেলেকে নিয়ে টিভি চ্যানেলে হাজির হন অপু। জানান শাকিব খানের সঙ্গে তার বিয়ে ও সংসারের কথা।
এদিকে ঢাকাই চিত্রনায়িকা বুবলীর সঙ্গেও সংসার ছিল শাকিবের। তাদের ঘরেও রয়েছে এক ছেলে- শেহজাদ খান বীর। যদিও বর্তমানে অপু বিশ্বাস বা বুবলী- কাউকেই সঙ্গ দেননা শাকিব। অন্যদিকে অপু-বুবলীর সম্পর্ক দা-কুমড়া হলেও শাকিবের দুই ছেলে জয় ও বীরের মধ্যে যোগাযোগ রয়েছে।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) জয়ের জন্মদিনে এক আবেগঘন পোস্টে ছেলেকে নিয়ে অপু বিশ্বাস লেখেন, ‘শুভ জন্মদিন, আমার প্রাণের ধন আব্রাম খান জয়! আজ তুমি নতুন বছরে পা দিলে, আর এটা আমার জন্য একটি বিশেষ মুহূর্ত।’
এরপরই জয়ের জন্মদিন উপলক্ষ্যে শুভেচ্ছা জানায় শাকিব খানের আরেক পুত্র শেহজাদ খান বীর। বুবলীর ফেসবুক পেজ থেকে বীরের একটি ভিডিও পোস্ট করা হয়। পোস্টের ক্যাপশনে রয়েছে একটি ভালোবাসার চিহ্ন। ভিডিওতে দেখা যায়, বীরের পরনে রয়েছে সাদা গেঞ্জি ও কালো ট্রাউজার। সেখানে শেহজাদ খানকে বীরকে বলতে শোনা যায়, ‘হ্যাপি বার্থ ডে জয় ভাইয়া। এঞ্জয় এল্ডার ব্রাদার। আই লাভ ইউ সো মাচ।’
বুবলীর পেজ থেকে শেয়ার করা বীরের ওই ভিডিওতে অনুরাগীরা বেশ প্রশংসায় ভাসান। একজন লিখেছেন, ‘বাহ, বড় ভাইকে কি সুন্দর করে উইশ করছে। এটাই বুবলির পারিবারিক শিক্ষা।’