রবিবার, নভেম্বর ৩, ২০২৪

চঞ্চলের জনপ্রিয়তায় ভাটা !

দুই বাংলার জনপ্রিয় ও শক্তিশালী অভিনেতা চঞ্চল চৌধুরী। তবে বর্তমান সময়টা খুব একটা ভালো যাচ্ছে না এই অভিনেতার। মূলত ৫ আগস্টের পর থেকেই যেন একরকম গুটিয়ে গেছেন তিনি। আওয়ামী সরকারের তোষামোদি ও ছাত্র আন্দোলনে নীরব ভূমিকার কারণে ভক্তরা তাকে ছুড়ে ফেলেছেন। জুলাই-আগস্টের পর থেকে তেমন কোনো কাজেও দেখা যাচ্ছে না আর তাকে।

ক্যারিয়ারে এখন পর্যন্ত অসংখ্য নাটক সিনেমায় অভিনয় করে দর্শকদের অন্তরে জায়গা করে নিয়েছেন এই অভিনেতা। কাজের পাশাপাশি সরব ছিলেন তিনি নেটমাধ্যমেও। কিন্তু হঠাৎ যেন কোথায় হারিয়ে গেলেন। তবে কি ভাটা পড়ছে চঞ্চলের জনপ্রিয়তায়।

জুলাই-আগস্টের পর থেকে তেমন কোনো কাজেও আর দেখা যাচ্ছে না চঞ্চলকে। এমনকি গেল মাসে তার বহুল আলোচিত সিনেমা কলকাতার চলচিত্র ‘পদাতিক’ মুক্তি পেলেও সুপার ফ্লপ তকমা পেয়েছে চলচিত্রটি। সিনেমাটির প্রচারেও অংশ নেননি চঞ্চল।

শুধু তাই নয়, ‘পদাতিক’র মুক্তি উপলক্ষে ভারতে যাওয়ার কথা থাকলেও তোপের মুখে সেখানে যাওয়া থেকেও বিরত থাকেন এই অভিনেতা। তার এমন খারাপ পরিস্থিতিতে সিনেমাটির ফলাফল যেন আরও একধাপ পিছিয়ে দিল চঞ্চলকে।

উল্লেখ্য, ’পদাতিক’ চলচিত্রটি পরিচালনা করেছেন কলকাতার পরিচিত নির্মাতা সৃজিৎ মূখার্জী। এটি ছিল ভারতের খ্যাতিমান রাজনৈতিক ব্যক্তিত্ব ও চলচ্চিত্রকার মৃণাল সেনের বায়োপিক।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ