বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়েছে আওয়ামী লীগ সরকার। ওই আন্দোলনে শহীদ হয়েছে ১,৫৮১ জন, এমন তথ্য জানিয়েছে আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটি। এতদিন এ বিষয়ে কোনো মন্তব্য না করলেও অবশেষে মুখ খুলেছেন জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসান।
আজ বুধবার (৯ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি পোস্ট করেন তিনি। একই সঙ্গে নিজের রাজনৈতিক অবস্থানও স্পষ্ট করেছেন।
ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে সাকিব লেখেন, "আসসালামু আলাইকুম, আমার দেশের প্রতিটি মানুষের ভালোবাসার প্রতি শ্রদ্ধা। আমার প্রতি আপনাদের দোয়া এবং সমর্থন আমাকে আজকের সাকিব আল হাসান হিসেবে গড়ে তুলেছে।"
তিনি আরও লেখেন, "শুরুতেই শ্রদ্ধাভরে স্মরণ করছি সেই সব ছাত্রদের, যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন। তাদের প্রতি এবং তাদের পরিবারের প্রতি অন্তরের গভীর থেকে শ্রদ্ধা ও সমবেদনা জানাই। স্বজন হারানোর বেদনা কখনও পূরণ হওয়ার নয়। এই কঠিন সময়ে আমার উপস্থিতি না থাকায় যারা কষ্ট পেয়েছেন, তাদের প্রতি আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।"
সাকিব তার রাজনীতির অভিজ্ঞতা তুলে ধরে বলেন, "আমি স্বল্প সময়ের জন্য মাগুরা-১ আসনের সংসদ সদস্য ছিলাম। মূলত মাগুরার মানুষের উন্নয়নের লক্ষ্যে রাজনীতিতে এসেছিলাম। তবে দিন শেষে আমি একজন ক্রিকেটার। ক্রিকেটই আমার পরিচয়। আমার পুরো ক্রিকেট জার্নিটা আপনাদের ভালোবাসায় গড়ে উঠেছে।"
সাকিব তার বিদায় উপলক্ষে সবার সমর্থন কামনা করে লেখেন, "খুব শীঘ্রই আমি আমার শেষ ম্যাচটি খেলতে যাচ্ছি। আমার এই বিদায়ী মুহূর্তে আপনাদের সবাইকে পাশে চাই। আমি বিশ্বাস করি, বিদায় বেলায় আপনারা সবাই আমার সাথে থাকবেন, যেমনটা ছিলেন পুরো ক্যারিয়ারে।"
সাকিবের এই স্ট্যাটাসটি সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে, যেখানে তার অনুরাগীরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো এবং তার রাজনৈতিক অবস্থান পরিষ্কার করার জন্য তাকে প্রশংসা করছেন।
সম্পাদক : খান মোহাম্মদ আরিফ বিল্লাহ
Corporate Office: Room# 6/30/a. Eastern Plaza, Hatirpool, Dhaka # 1205, Bangladesh
Marketing Department:
info@bhubonbangla.com