বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

টেস্টে ৬ হাজার রানের মাইলফলক মুশফিকের

টেস্টে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন মুশফিকুর রহিম। মঙ্গলবার (২২ অক্টোবর) মিরপুর টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে এই কীর্তি গড়েন মুশফিক। 

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের তৃতীয় উইকেটের পতনের পর ক্রিজে আসেন মুশফিক। মাহমুদুল হাসান জয়কে সঙ্গে নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করে আসেন মিস্টার ডিপেন্ডেবল। ২৬ বলে ৩১ রানে অপরাজিত আছেন তিনি। ২৮ রান করা অবস্থায়ই টেস্টে ৬ হাজার রান পূর্ণ করেন মুশফিক।

৯৩ টেস্টে এসে এই কীর্তি গড়েন মুশফিক। সাদা পোশাকের ক্রিকেটে ১১টি সেঞ্চুরি ও ২৭ ফিফটিতে তার রান এখন ৬০০৩। বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান তামিম ইকবালের, ৫১৩৪। এছাড়া সাকিব আল হাসান করেছেন ৪৬০৯ রান।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ