সোমবার, জানুয়ারি ২০, ২০২৫

সিরিয়ার আরও ভূখণ্ড দখলে নিচ্ছে ইসরায়েল

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর দেশটির আরও ভূখণ্ড দখল করছে ইসরায়েল। সোমবার (৯ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

আসাদের পতনের পর সিরিয়া নিয়ন্ত্রিত গোলান মালভূমির একটি বাফার জোন দখলে নেয় ইসরায়েলি বাহিনী। এরপর সিরিয়ার আরও ভূখণ্ড দখলে নেওয়া অব্যাহত রয়েছে বলে নতুন করে রিপোর্ট এলো।

গতকাল আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গোলান মালভূমির একটি বাফারজোন দখলে নিতে তার বাহিনীকে নির্দেশ দেন।

তিনি বলেন, ১৯৭৪ সালে সিরিয়া ও ইসরায়েলের মধ্যে একটি নিয়ন্ত্রণ রেখা প্রতিষ্ঠার চুক্তি করা হয়। তবে আসাদের পতনের পর তা ভেঙে পড়েছে এবং তা ছেড়ে গেছেন সিরিয়ান সেনারা। তাই ইসরায়েলের জন্য এটি দখল করা প্রয়োজন ছিল।

নেতানিয়াহু বলেন, আমাদের সীমান্তের এমন কোনো শত্রু বাহিনীকে আমরা প্রতিষ্ঠা হতে দিবো না।

 

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ