
ভারতের পণ্যের ওপর শুল্ক আরোপ নিয়ে ফের হুঁশিয়ারি দিলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও নির্বাচিত হওয়ার আগেই এ নিয়ে একাধিকবার কথা বলেছিলেন তিনি।
গত সোমবার (১৬ ডিসেম্বর) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প জানান, ভারত যদি মার্কিন পণ্যে শুল্ক আরোপ অব্যাহত রাখে, তাহলে তিনি সমপরিমাণ পাল্টা শুল্ক আরোপ করবেন। এ সময় ব্রাজিলের কথাও উল্লেখ করেন ট্রাম্প।
তিনি বলেন, যদি মার্কিন সামগ্রীর ওপর তারা শুল্ক চাপায়, তারা যদি কর আরোপ করে, আমরাও একই পরিমাণ কর আরোপ করব। তারা কর আরোপ করুক, আমরাও করব। তারা প্রায় সব ক্ষেত্রেই আমাদের ওপর কর আরোপ করছে। কিন্তু আমরা এখনো কর আরোপ করিনি।
এর আগে নির্বাচনে জেতার পরই ট্রাম্প জানিয়েছেন, কানাডা, চীনের মতো একাধিক দেশের ওপরে তার প্রশাসন শুল্ক বাড়াতে পারে।
তিনি বলেন, স্বচ্ছতা থাকতে হবে। ভারত যদি মার্কিন পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করে, তাহলে আমেরিকও ভারতীয় পণ্যের ওপর সমপরিমাণ শুল্ক আরোপ করবো। ভারত প্রচুর শুল্ক আরোপ করে আমাদের পণ্যের ওপর। ব্রাজিলও অনেক শুল্ক আরোপ করে মার্কিন সামগ্রীর আমদানিতে।
হিন্দুস্টান টাইমের প্রতিবেদন বলছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ট্রাম্পের সুসম্পর্ক রয়েছে। তবে এর আগে ট্রাম্প বলেছিলেন, ভারতের প্রধানমন্ত্রী আগে নিজের দেশের কথা ভাবেন। এবার ট্রাম্পও তার পথে হেঁটে ভারতকে কড়া বার্তা দিলেন। দেশের স্বার্থ দেখে নিয়ে তারপর ভারতের কথা ভাবা হবে বলে স্পষ্ট করলেন তিনি।