
যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির ৯ হাজার ৭০০ কর্মীকে ছাঁটাই করার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। চারটি সূত্র বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বার্তাসংস্থা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বব্যাপী ইউএসএআইডির ১০ হাজারের মতো কর্মী রয়েছে। তবে সংস্থাটি মাত্র ২৯৪ জন কর্মীকে রাখার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে আফ্রিকা ব্যুরোতে ১২ জন এবং এশিয়া ব্যুরোতে মাত্র আটজন থাকবে।
এনিয়ে সংস্থাটির সাবেক প্রধান জে ব্রায়ান অ্যাটউড বলেন, এটা জঘন্য। অনেক মানুষ এতে বিপদে পড়বে। তবে এ নিয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো মন্তব্য পায়নি রয়টার্স।
এর আগে গত সপ্তাহে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্ক ইউএসএআইডির কড়া সমালোচনা করেন। তিনি বলেন, ইউএসএআইডি একটি সন্ত্রাসী সংগঠন।
ইলন মাস্ক বলেন, মার্কিন জনগণের করের অর্থ দিয়ে জৈব অস্ত্র গবেষণায় অর্থায়ন করেছে ইউএসএআইডি। সেইসঙ্গে সংস্থাটি প্রোপাগান্ডা ছড়ানোর জন্য অর্থ ব্যয় করেছে। তাই সময় হয়েছে সংস্থাটির ‘মরে যাওয়া’। এরপরেই সংস্থাটির কর্মী ছাটাইয়ের খবর প্রকাশ্যে এলো।
এ ছাড়া গত ১ ফেব্রুয়ারি ইউএসএআইডির ওয়েবসাইটে প্রবেশ করার চেষ্টা করলে সেখানে ‘সার্ভার আইপি ঠিকানা খুঁজে পাওয়া যায়নি’ বলে একটি বার্তা ভেসে উঠে।
সম্প্রতি ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তা বন্ধের নির্দেশ দেয়। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, বিশ্বব্যাপী কয়েক বিলিয়ন ডলারের এ ধরনের বৈদেশিক সহায়তা প্রেসিডেন্ট ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ পররাষ্ট্রনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং করদাতাদের অর্থের অপচয় কি না, তা নিশ্চিত হতে পর্যালোচনা করে দেখা হবে।