
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ফটোকার্ডের বিস্তার এখন এক উদ্বেগজনক বাস্তবতা। জাতীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের লোগো সম্পাদনা করে তৈরি এসব ভুয়া ফটোকার্ড ছড়িয়ে পড়ছে মুহূর্তেই, যা সরকারের গুরুত্বপূর্ণ কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিশিষ্টজনদের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। এমন পরিস্থিতিতে ভুয়া ফটোকার্ড রোধে পরামর্শ নিয়ে এগিয়ে এসেছেন লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য।
রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পিনাকী ভট্টাচার্য ভুয়া ফটোকার্ড রোধে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব দেন।
ওই পোস্টে পিনাকী ভট্টাচার্য বলেন, বাংলাদেশের সংবাদমাধ্যমগুলোকে সরকারের তথ্য মন্ত্রণালয় থেকে একটা নির্দেশনা দেওয়া উচিৎ যে, তারা যে সমস্ত ফটোকার্ড বানাবে সেটায় মূল নিউজের একটা কিউ আর কোড দেবে। ফলে ফটোকার্ডটা অথেন্টিক কিনা সেটা চেক করা যাবে সহজেই। ভুয়া ফটোকার্ড বানানো বন্ধ হবে। আমি নিজেই বিভ্রান্ত হয়ে যাই মাঝে মধ্যে ফটোকার্ড দেখে।
তিনি আরও বলেন, সরকার থেকে না বললেও সংবাদমাধ্যমগুলো এটা অনুসরণ করতে পারে। তাহলে কয়েকদিন পরপর আলাদা করে জানাতে হবে না যে, আমাদের নামে ছড়ানো এই ফটোকার্ড ভুয়া।