শুক্রবার, ফেব্রুয়ারি ৭, ২০২৫

গাজা চুক্তিকে ‘হামাসের কাছে আত্মসমর্পণের’ সঙ্গে তুলনা করলেন ইসরায়েলের মন্ত্রী

গাজায় যুদ্ধবিরতি চুক্তিকে ‘হামাসের কাছে আত্মসমর্পণের’ সঙ্গে তুলনা করলেন ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। সেই সঙ্গে গাজা চুক্তি পাস হলে সরকার ছাড়বেন বলেও ঘোষণা দিয়েছেন তিনি।

বেন-গভির মনে করেন, হামাসের সঙ্গে চুক্তি বাস্তবায়ন হলে যুদ্ধে ইসরায়েলের সমস্ত সাফল্য নষ্ট হয়ে যাবে। তবে তিনি বলেন, আমি বেনিয়ামিন নেতানিয়াহুকে ভালোবাসি। তিনি যাতে প্রধানমন্ত্রী থাকেন, তা নিশ্চিত করতে কাজ করব। কিন্তু আমি পদত্যাগ করব, কারণ যে চুক্তি সই হয়েছে তা বিপর্যয়কর।

তিনি বলেন, এই চুক্তির ফলে ‘হাতে রক্তাক্ত শত শত সন্ত্রাসীকে মুক্তি দেওয়া হবে’। গাজার হাজার হাজার সশস্ত্র যোদ্ধা সেখানে ফিরে যাওয়ার সুযোগ পাবে।

ইসরায়েলি মন্ত্রী বলেন, এই চুক্তি গাজা-মিসর সীমান্ত বরাবর ফিলাডেলফি করিডোর এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ইসরায়েলের প্রতিরক্ষামূলক ক্ষমতাকে নষ্ট করবে এবং যুদ্ধের সমস্ত সাফল্যকে নষ্ট করে দেয়। এই সাসল্য আমাদের প্রচুর রক্তের বিনিময়ে এসেছিল।

তিনি আরও বলেন, আমরা ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেখতে চাই, তবে হামাসের কাছে আত্মসমর্পণের মাধ্যমে নয়।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ